এ কবিতা নয় শুধু আমার
এ কবিতা আমাদের সবার।
আমার সুরে সুর মেলান
বলুন কবিরা কি চান?


সমাজের কাছে
জোর গলায়
                ঘৃনা-বিদ্বেষ-ভয়
                কোনোটাই কাম্য নয়।
পাঠকের কাছে
আকুলতায়
                কিছু স্নেহ--কিছু ভালোবাসা
                শুধু এই প্রত্যাশা।
সাথী কবিদের কাছে
আর্দ্রতায়
               কে বলে আমি লিখেছি কবিতা
               আমি তো সাজিয়েছি শব্দ যা তা
               যেমন সাজায় বান্ধবীরা বিবাহ বাসরে
               প্রিয় বান্ধবীকে অপরূপ শৃঙ্গারে।
শোন
              আমরা মানি না জাতপাত
              আমরা আলোকসঞ্জাত
              আমরা নই কারো ক্রীতদাস।
আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব
দরকার মত সমাজকে জাগাবো।
নিজেদের বলি
              তুই আমার বোন
              তুই আমার ভাই
আয় না
             সুন্দর এই কবিতার আসরে
             একে অন্যের হাত ধরে রই
আদরে।।