আমিই সব--পৃথিবীর কর্তাধর্তা
হয় সাজাবো নয় ভাঙচুর করবো
আর আমরা?--আমরা কি কেউ নই?
আকুল হয়ে বলে ওঠে
ফুল লতাপাতা পশুপাখি,
ফিসফিস করে বলে হাওয়া
গা ছুঁয়ে বলে রোদ্দুর ও বৃষ্টি
আমরাও আছি ভায়া--
মিটিমিটি হেসে প্রভু শুধোলেন
শুধু 'আমি' কারা কারা?
সার বেঁধে দাঁড়ালো--
মহিষাসুর,হিটলার,মুসোলিনী,বিন লাদেন
ইত্যাদিরা--
আর 'আমরা' কারা কারা?
হাতে হাত জড়িয়ে দাঁড়িয়ে মাদার টেরেসা,মালালারা
আর কি আশ্চর্য!
আসরের সব কবি বলে উঠলেন সমস্বরে
আমরা আমরা আমরা আমরা আমরা.......




বিশেষ--কাল ফ্রান্সে হত্যাকান্ডের প্রতিবাদে আসরের কবিদের তরফ থেকে