অনুলেখা ১
প্রনব মজুমদার


(১)
পাড়ার মাঝে মাত্র একটাই দোতলা বাড়ি
দরজা জুড়ে দাঁঁড়িয়ে ষোড়শী মিষ্টি ভারি
তার জাদুময়ী চোখে শুধুই ভাব নেই কোনো আড়ি
ভাবি, একে কি আগামী জীবনে সাথে পেতে পারি?
(২)
সেই থেকে তার চোখে রাখি চোখ
বুঝি,চোখে-চোখেই সম্ভব বিস্তারিত অনুভব
চোখে-চোখে অজান্তে জন্ম নেয় হাজার আশা
চোখে-চোখে মূহুর্তে ছড়িয়ে যায় ভালোবাসা
তাই যা হয় হোক আমি তার চোখে রাখি চোখ.........








বিশেষ-- 'অনুলেখা কাব্য-সিরিজ' আমার স্বর্গীয়া স্ত্রী অঁনুলেখা মজুমদার
স্মরণে.........