অনুলেখা ৫
প্রনব মজুমদার


দিনগুলো বেশ ভালোই কাটছিল
পারিবারিক অভাব-অভিযোগ থাকলেও
মনের আকাশে বৈজয়ন্তী উড়ছিল।
এখন একটা চাকরীর প্রয়োজন
তবেই সম্ভব হবে বাঁধা
দুজনার আনন্দ-নিকেতন।
হঠাৎ খুশীর হাওয়া বদলালো গতিপথ
অনুলেখার শরীরে এক অসুখ দিল দস্তখত,
দিনভর দৌড়াদৌড়ি---হাসাপাতাল-বাড়ি
পরমাত্মীয়া টুকুমাসি
ডাক্তারের সাথে নিত্য যোগাযোগকারী,
ডাক্তারবাবু বললেন
পূর্ণ আরোগ্যের জন্যে দরকার মেজর সার্জারি।
আগামীকাল অপারেশন--ভয়ে দুরু-দুরু এই মন
ঠনঠনিয়া'র কালীবাড়ীতে সাষ্টাঙ্গ প্রণিপাতে
জানালাম আকুল আবেদন।
অপারেশন সফল হল-অনুলেখার জ্ঞান ফিরে এল।
সকাল-বিকেল ভিজিটিং-আওয়ার্স  এর শেষে
আদরনীয়া মেনু মাসির বাড়ি এসে
খাওয়া-দাওয়া করি
মেনুমাসি কতকিছু বানান ভালোবেসে।
রাতের ট্রেনে বাড়ি ফেরা
অনুলেখাকে ফিরে পেয়ে আমি আনন্দে আত্মহারা।
সম্পূর্ণ আরোগ্যশেষে বাড়ি ফিরে এলে
সবাই জিজ্ঞেস করে তাকে--'এখন কেমন'?
'ভালো আছি' বলে  সে খিলখিল হাসে
আহা!জুঁইফুল লাবণ্য ঝরে পড়ে চারিপাশে।
এখন একটা চাকরী চাইই চাই
চিরসখী অনুলেখা কে যেন একান্তে নিজের করে পাই........




বিশেষ--'অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা
মজুমদার স্মরণে......