অনুলেখা ৯ এবং ১০
প্রনব মজুমদার


(ইউনিট এ ফেরার সময় উৎকন্ঠায় অনুলেখার প্রশ্ন--সোনা আমায় ভুলে যাবে না তো? বললাম--)
             (৯)
চোখে চোখ রাখা সহজ নয়
সহজ নয় কাছে টেনে নেওয়া
হৃদয়ে হৃদয় মিশে গেলে
সহজ নয় ভুলে যাওয়া...



( ইউনিট পার্টিতে বন্ধুরা অনুলেখার সম্বন্ধে জানতে চাইলে বললাম--)
             (১০)
সে আমার বিন্দু-বিন্দু জানে
আমি তার আকাশ-বাতাস জানি
সে আমার স্বপ্নে ভেসে আসে
আমি তার জাগরণে ঘুরি ফিরি
আমি তার তুচ্ছ অসুন্দর
সে আমার শ্রেয়া সুন্দরী
আমি তার অসমাপ্ত গান
সে আমার রাগ বিভাবরী
সে আমার চিরসহচরী...






বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে......
কৃতজ্ঞতা-- প্রয়াত কবি শঙ্খ ঘোষ
৯ নং কবিতা প্রয়াত কবি শঙ্খ ঘোষের আঙ্গিক তথা স্টাইলের অনুপ্রেরণায়।