অনুলেখা আপু অনুলেখা আপু অনুলেখা
প্রনব মজুমদার


(এই কবিতাটা করোনা মহামারী'র প্রকোপে পৃথিবীর সমস্ত সাথীহারা,পিতৃহারা,মাতৃহারা,ভগ্নীহারা,ভ্রাতৃহারাদের উদ্দেশ্যে সমর্পিত)
(১)
পোষাকি নাম অনুলেখা
আদরের নাম 'আপু'
মাটি ছেড়ে আকাশের ঘরে চলে গেলেও
দেবদারু পাতার ফাঁক দিয়ে দেখে
বাড়ির সবার খেয়াল রাখে
আমার 'প্রিয়তমাসু'।
(২)
আমার দিন-রাত লন্ড-ভন্ড,
ভাঁজ করে রাখি
আবার অগোছালো হয়ে যায়,
এই পরিবারের মধ্যমনি 'আপু' কে চাই
এই বলে ঘর ভেঙে পড়ে বোবা কান্নায়।
(৩)
'আপু' কে খুঁজি
ঠাকুরঘরে সে নেই
বড় ঘরে,ছোট ঘরে,ড্রয়িং রুমে সে নেই
এমনকি ব্যালকনিতেও সে নেই
এত 'নেই' তে আমি দিশাহারা হই,


আজ জন্মাষ্টমী
প্রতিবারের মত আজও পালনকর্তা এসেছেন
তিনিও খুঁজছেন আর বলছেন
প্রিয়দর্শিনী,প্রিয়ভাষিনী অনুলেখা নামের সেই মেয়েটা আজ কই?


বিধির বিধান
তবুও
পৃথিবী থেকে অসময়ে এতগুলো মানুষের চলে যাওয়ায়
ব্যথিত স্বয়ং শ্রীকৃষ্ণকানাই...






বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...