অনুমালা
প্রনব মজুমদার


(অনুলেখা)
এক এক্কে এক
দুই এক্কে দুই
যত দিন ফুরোয়
ততই তোমায় টের পাই
কি জানি কি সুতোয় বাঁধা
তুমি-আমি দুজনাই


( অমানুষ)
বেশ কিছুদিন যত্ন-আত্তি কর
তারপরে আচমকা আউট করে দাও
তুমি নিরুত্তাপ হে পৃথিবী
তুমি দিল ধকধক্; তুমি মায়াকাজল
তুমি এখনও সুন্দর হে বসন্ত
তুমি ডিজিটাল তুমি ভাইরাল
তুমি ক্রিটিকাল হে মানুষ
দেখো ফাইনাল মিউটেশনে
যেন হয়ে যেও না অমানুষ


(ক্যাটাগরি)
বাংলো বাড়ির মানুষগুলো নাদুস-নুদুস
চাপে পড়লেই ফুটুস্
ফ্ল্যাটবাড়ির মানুষগুলো স্লিম-স্লিম
ব্যালকনিতে বসে দেখে ড্রীম
বস্তিবাড়ির মানুষগুলো কাঠি-কাঠি
স্বাভিমানে ঘা খেলেই বজ্রআঁটি
রাস্তার মানুষগুলো খাপছাড়া,ছন্নছাড়া
প্রকৃতি তাদের দেয় পাহারা


(কনফিউশন)
যদি আসতে চাই,আসতে দেবে?
যদি থাকতে চাই,থাকতে দেবে?
যদি যেতে চাই,যেতে দেবে?
সবতাতেই দ্বিধা
বলো কি করে বাঁচবে তবে?


(ঘেউ-ঘেউ)
আমি পশুপ্রেমী
গলির কুকুর বলল-ঘেউ-ঘেউ
রোজ তোমায় এঁটোকাঁটা দিই
সে বলল-ঘেউ-ঘেউ
লাঠি নিয়ে তাড়া করি না কখনো
সে আবার বলল- ঘেউ-ঘেউ
তাছাড়া আমার বিশেষ কোয়ালিফিকেশন হল
আমি কবিতা লিখি
সে এবার দু-পায়ে দাঁড়িয়ে
দু-পা জোড় করে বলল-ঘেউ-ঘেউ
তোমার মত আর নেই কেউ





বিশেষ- ১০০০তম কবিতা আমার প্রয়াত স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত


অতি বিশেষ- আগামী পরিবেশনা এক চমকপ্রদ বাস্তব