(লং-লিভ)
আত্মপ্রচার একধরণের পাগলামি আর তা শুনে মেনে নেওয়াও তাই
সবজান্তা ভাব একটা অহঙ্কার আর তাতে তাল দেওয়াও তাই
কথায় কথায় ভুল ধরা একটা বদভ্যাস আর তাতে সহযোগিতাও তাই
শুধু কবিতা আর ভালোমানুষি এইসব দোষে দোষী নয়
আসুন একটু থিতু হয়ে বসি
আর সবাই মিলে একটা দীর্ঘজীবি কবিতা লিখি আসরমেলায়...
                          (মেকআপ)
কবিতা লিখব বলে মনের গভীরে জাল ফেলি,উঠে আসে অলঙ্কার,অনুপ্রাস, উপমার শব্দআঁশযুক্ত এক মহাকাতলা ব্যঞ্জনা,
নুনতেল মাখিয়ে জোরালো অভিঘাতের আগুনে ফ্রাই করে পরিবেশন করি--খেয়ে পাঠক বাহ্ বাহ্ করে ওঠে;পরের দিন রিপোর্ট আসে
সকালে কমোডে বসতেই...
ভাবছি যদি কুচোমাছের ঝোলভাবসম্পন্ন একটা কবিতা পরিবেশন করতাম তাহলে হয়তো পাঠকের জিভে স্বাদ লেগে থাকত অ---নে---ক-দি---ন।
                          (বাদরামি)
একদল লোক মদ্যপানসহযোগে নাচগান হৈহুল্লোড় করছিল
হঠাত্ কী কারণে মারামারি,একে অপরকে খিস্তিখেউড় শুরু করলো
একদল বাদর এইসব দেখছিল;
ওদের থেকে বেফাস কথা ভেসে আসলো-'সব শালা শুয়োরের বাচ্চা'
ভাগ্যিস আমাদের বিবর্তন হয় নি,
নোংরামির থেকে বাদরামি ভাল।
                         (ইতর)
আচ্ছা আমরা এত জানি এত বুঝি তবুও নিজকে জানতে দেরী হয়ে যায়
জানতে জানতে বুঝতে পারি--ধীরে ধীরে ইতর হয়ে যাচ্ছি অবলীলায়;
হয়ত আগামী প্রজন্ম বলবে
এই ইতরটা একদিন মানুষ ছিল।







বিশেষ-সবকটা স্যাটায়ার।১ নং কবি শ্রীজাত এর কাব্যছায়া অনুসৃত।
পুনর্গঠন