(ভগবান)
মাটি মমতাময়ী,জীবিত ও মৃত সবারই দায়িত্ব নেয়।বাতাস একটু আদুরী
বাগে পেলেই গলা জড়িয়ে আদর করে দেয়।আলো সাধাসিধা,সোজা পথে
আসে সোজা পথে ফিরে যায়।আকাশ ভারি দরাজ পুরো  দুনিয়াকে স্নেহ করে আগলায় আর জল যেন গেরস্থ দুধে মেশাও কিম্বা মদে নিঃশর্তে মেনে নেয়। আমি ওদের দেখেই ভগবানের কোডিং বুঝে যাই।


(চাঁদনী)
আমি হাঁটছি সাথে সাথে আকাশপথে চাঁদও হাঁটছে।মাঝে-মধ্যে মেঘ এসে
ডিসটার্ব করছে। মেঘ ভারি হিংসুটে হঠাৎ হঠাৎ চাঁদকে আড়াল করে দেয়।গরীব আর কিছু নয় চাঁদের মালিকানা চায়।


(সুবর্ণলতা)
নাম জিজ্ঞেস করলেই খিলখিল হাসে
লাবণ্য ঝরে পড়ে আশেপাশে
পাছাপেড়ে শাড়িতে ঢাকা শরীরে নিপুন বিন্যাস
কবিতায় লিখি তারই বিভাস........