অনুলেখা ২৮
প্রনব মজুমদার


( অনুলেখার বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে--অনুলেখা যেমনটি বলেছে)


টুকুমাসি-দীপুমাসি বৌবাজার থেকে বিয়ের বাজার করছে
বাড়িতে রাধা-কাকিমা(বড় কাকিমা), জয়া-কাকিমা(ছোট কাকিমা)
আনুষাঙ্গিক সহযোগ দিচ্ছে আর সবদিকে খেয়াল রাখছে
বোনা(বুলুরানী) বিয়ের কেনাকাটা সবকিছু গুছাচ্ছে
খোকন( গৌতম) দিনরাত ফাইফরমাশ খাটছে
বাপি-বিশু(অভিজিত-বিশ্বজিত) বিয়ে মানেই মজা হবে
এই শিশুতোষ আনন্দে নাচছে...
এইসব কথা বলতে বলতে অনুলেখা কে উচ্ছসিত দেখাচ্ছে
তার অনুভূতি জানতে চাইলাম
বললো বিয়ে মানেই অনেক শাড়ি,সাজ-সরঞ্জাম আর গয়না
এমন সাজবো আমাকে দেখে অবাক হয়ে যাবে আয়না
আর সোনা তুমিও চোখ ফেরাতে পারবে না--
বুঝলাম বিয়ের দিনে অনুলেখার ভাবনা
হাওয়ায় ভাসে সুখ,সুখে ভাসে নারী
স্বপ্নের সেই দিন রাঙিয়েছে আজ বাড়ি,
বললাম তবে তাই হোক
অনুলেখা বললো হেসে--
চোখে রেখে চোখ
পড়ে নেব পারস্পরিক আস্থার শ্লোক
'সাত পাঁকে বেঁধে নেব তোমায় প্রিয়লোক'...


(২)
(শ্রীমতী অনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত)
(এক বিবাহ-বার্ষিকীতে অনুলেখা মজা করে কি বলেছিল সেই স্মৃতিচারণ)


বললাম--আজ যদি তোমাকে দিই
কিছু ফুল কিছু কবিতা
নেবে না ফিরিয়ে দেবে এই বলে
ফুল তো রাত পোয়ালেই বাসি
আর আমার কবিতায় নাকি আনন্দ কম
বিষাদ রাশি রাশি;
তবে যদি তোমাকে দিই
জড়োয়া গয়না-জমকালো শাড়ি
নেবে না ফিরিয়ে দেবে এই বলে
একদিন তো বিবর্ণ হবে শাড়ি
আর বয়সকালে গয়না লাগবে ভারি,
তবে তুমিই বল তোমাকে কি দিই?
অনুলেখা বললো মুচকি হেসে
যা দিয়ে এসেছ এতদিন তাই--
............দুঃখ.............





পরিচিতি--টুকু মাসি-দীপু মাসি--অনুলেখার মাসি,বোনা--অনুলেখার বোন,খোকন--অনুলেখার ভাই,বাপি-বিশু--অনুলেখার ছোট ছোট ভাই


বিশেষ-অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...