(ব্রহ্মাণ্ডসুন্দরী)
প্রনব মজুমদার


দেবদারু পাতার ফাঁক দিয়ে চাঁদের উঁকিঝুঁকি
বলি ও সখী করছ কেন লুকোচুরি
সরাসরি এসো সপাটে বক্ষে ধরি
হেসে বলে চাঁদ
সম্ভব নয় হওয়া কারো ব্যক্তিগত নারী
আমি যে ব্রহ্মাণ্ডসুন্দরী
আঁচলে জোছনা বেঁধে মাঠ-ঘাট
আর গরীবের ঘর ভরি