এ জীবন ছুঁয়ে দেখেছি
          তাতে না কত আকুতি
হেঁটে যেতে যেতে পেয়েছি
              হাজার প্রতিশ্রুতি।
কিছু মিলেছে কিছুটা বিস্মৃতি।
তবুও ভালোলাগে দিনযাপনের সহজছন্দ,
যখন বেজে ওঠে--
       সাদামাটা রহস্যরিক্ত বাচনে।
সমুদ্রভ্রমণ কিম্বা পাহাড় আরোহন
হয়নি বটে এই আটপৌরে জীবনে,
      তবুও কবিতায় বাঁচি নির্জনে।
মন্তব্যের জায়গায় যখন দেখি
'ভালোলাগা রইলো'
  লিখেছে কোনো সুজনে
           আমি ধন্য হয়ে যাই।
মনে হয় তার হাত ছুঁয়ে,
অভিভুত হই আদরনীয় সুঘ্রাণে।
ব্রহ্মশব্দে জাগে উষাকাল--
কবিকে বাঁধে ছান্দিক জীবনে.........