(আসরের সব কবিবন্ধুকে নববর্ষীয় শুভেচ্ছা)


(১)
এ ভালো ও খারাপ
আমি জগতের আলো
'সাদা' কে বোঝাচ্ছে
যে ঘোর 'কালো'...
(২)
দিনকাল উল্টো;
মুখে যা বলি
কাজে ঠিক উল্টো টা করি
যেদিন কথা আর কাজ এক হয়ে যায়
স্থির বাতাসও মাদল বাজায়...
(৩)
বনের পাখি আর মৌসুমী বাতাস জানে
পথ নির্দিষ্ট হলেই বেশী পথ ভুল হয়
বাউন্ডুলে আমি
পা বাড়াই ভুলের ঠিকানায়...
(৪)
ভাঙাচোরা শরীর,ক্ষতবিক্ষত মন
অভাব অনটনের ধাক্কা
শূন্য ব্যাঙ্কব্যালান্সের হাহাকার
এইসব সয়েও বেঁচে আছি চমত্কার
কেননা আমার কাছে আছে
চিরসাথী ডার্লিং আমার
দিনযাপনের ভিটামিন--কবিতার সমাহার।