চুম্বন এবং তারপর
পেছনের দরজা আলগা করে দিয়ে বললে--ঢোকো
কিন্তু আমি খুঁজছি সুবর্ণরেখা;জাদুদন্ড লুকিয়ে রাখব বলে
চারিদিকে হইচই খোঁজ চলছে জাদুদন্ডের
টাকাপয়সা মানমর্যাদা এসব কিছু নয়
শুনেছি ওটা থাকলে নাকি
সুখ দেওয়া যায় আর পাওয়া যায় ভরপুর
সকাল দুপুর সন্ধ্যায়
আগাপাশতলায় 'ধুম লেগে যায়'
আরক্তিম আশ্লেষের স্রোতধারায়...









বিশেষ-প্রয়াত দিগগজ কবি হুমায়ুন আজাদ স্মরণে সমর্পিত।