সেই কবে ১৯৭০ এ কি জানি কিভাবে ভাল লেগেছিল, সেইথেকে তার সঙ্গে মেলামেশা।এমনকি বিয়ের পর সন্তানের বাপ হয়েও তাকে ছাড়তে পারি নি;মাঝেমধ্যে গিন্নীর মুখভার হলেও অগত্যা উপায় নেই বুঝে মেনে নিয়েছিলেন।কানাঘুষোয় শুনেছি আত্মীয়স্বজন বলছেন-বৌ-ছেলে-মেয়ে সংসার থাকতেও একি আদিখ্যেতা?'কিন্তু কি করি তার মোহতে মোহিত আমি,জানি লোকেরা বলাবলি করছে দিনরাত তাকে নিয়ে পড়ে আছে এ কেমন লোক ভাই?স্বীকার করছি সারাদিনে আর কোথাও না পেলেও
তার ঘরে আমাকে পাবেন অবশ্যই।সমাজ বলুক পরকীয়া আমার আপত্তি নাই।জীবনের অপরাহ্নে তার সাথেই কাটাতে চাই আর বলতে চাই
'পিতৃকুল খুব গরীব মাতৃকুল তথৈবচ না আছে বিশেষ পরিচয় শুধু তুমি আছো বলেই প্রত্যহই উত্সব,অষ্টপ্রহর আনন্দ,অনেক কিছু না পেয়েও
কন্ঠে ভরা ভালবাসার গান; শুধু তুমি আছো বলেই...'







বিশেষ-'ডট' এ তার নাম হয়তো কোন কবিপাঠক তার নামটা আন্দাজ করতে পারেন তবে নিন্দা করেবেন না প্লীজ।