( আসরের সকল কবিবন্ধুকে দাদুভাই এর 'হামি' দিলাম)


সারাটা সকাল আকাশে বসেছিলাম
সারাটা রাত জলের উপর শুয়েছিলাম
ভোর হলে তবেই ঘরদোর ফেরত পেলাম
গ্রামের নাম ভুবনডাঙা


এখন লম্বা দাড়ি আর দীর্ঘ আলখাল্লার ছায়ায় বসে
লিখছি দাদুভাই এর চরিতনামা
লিখছি
তোমার নাম উচ্চারণ করতেই
কে যেন আমায় বুকে জড়িয়ে ধরে
বেঁধে নেয় কথায় ও সুরে; স্নেহভরে মাথায় হাত বুলায়
আর কি আশ্চর্য!
বেসুরো হয়েও আমি সুর বুঝে যাই অবলীলায়
ও দাদুভাই
প্রতিটি পঁচিশে বৈশাখে
তারাদের দেশ থেকে নেমে এসে
তুমি আমাদের হামি খাও ভালোবেসে
তোমার কোলে বসে আমরাও স্নেহধন্য হই রক্তকরবীর পূরবীর বিভাসে...







সূত্র--হামি-স্নেহচুম্বন, দাদুভাই--আন্নাকালী পাকড়াশী