দুটি মনের কথা
প্রনব মজুমদার
(১)
যাচ্ছি আবার আসব ফিরে
তোমার সখী হয়ে
কথা হবে আঙুলে আঙুল জড়িয়ে
অনুচ্চারিত কথা শেষে সে চলে গেল
পড়ে থাকল অনেক না বলা কথা
কবিতার খাতায়; ভাবছি
মালা বানিয়ে পরাব
তার গ্রীবাসুন্দর ফটোর গলায়
(২)
নিশীথে মজা হবে সবাই ভাবে
অথচ আমার নিশীথ
বিষাদ ঘিরে থাকে নীরবে
ভাবি কেন তুমি চলে গেলে
আমাকে একলা ফেলে
৪৩ তম বিবাহবার্ষিকী'র সায়ংকালে
সে যেন বলছে
যেমন একলা এসেছিলাম
তেমনই গেছি চলে
যাপনের মেদুর স্মৃতিটুকু নিয়ে গেলাম
বেঁধে আঁচলে...






বিশেষ-৪৩ তম বিবাহবার্ষিকী'র সায়ংকালে আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত