এইইইইইইইইইইইই
প্রনব মজুমদার


(১)
প্রেম আর জীবনের বহুদিনের সম্পর্ক
মৃত্যু এসে ছিন্ন করে দেয়
অথচ মৃত্যুকে এড়িয়ে যাবে সে ক্ষমতা
প্রেমের নেই;জীবনেরও নেই;
প্রেম আর জীবনের ছাড়াছাড়ি হয়ে যায় অযথাই
আর এতে মৃত্যু'র কোন দুঃখ নেই
আর কি আশ্চর্য দুঃখের কখনো মৃত্যু নেই
বিশ্বচরাচরে...
(২)
গাছেরা বোবা কেন? একজন জানতে চাইলেন
'কথার পিঠে কথা আসে' তাই বিজ্ঞ বোঝালেন
কথার জারিজুরিতে সম্পর্ক ভেঙে যায়
জানালেন এক গাঁয়ের লোক কথায় কথায়
এতসব শুনে গাছ চুপচাপ,শুধু হাত-পা থুড়ি ডালপালা
নেড়ে যেন বলতে চাইলো;
কথা না বলেও অনেক কিছু বলা যায়
নিরালায়...
(৩)
দেখি অনেকের অনেক কষ্ট
তবুও নিজের কষ্টটাকে বড় করে দেখি
একটা পরিযায়ী পাখি
উড়ে যেতে যেতে বলে যায়
আত্মকেন্দ্রিক আত্মকেন্দ্রিক আত্মকেন্দ্রিক





বিশেষ-আমার প্রয়াত স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত
আজ ৬ ই জুন আমাদের প্রপোজাল ডে