একটু অন্যরকম
প্রনব মজুমদার
( আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত)


(লোনলি)
দুঃখের পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে,
হাত বাড়ালেই আকাশের নীল
জানি অনুলেখা ওখানেই আছে;
পা বাড়াতেই না না করে দিয়ে
বললো-থাকতে দাও একা একা
মনখারাপের ভার নিয়ে নীচে নেমে এসে দেখি
ঝরা বটপাতায় লেখা
মৃত্যুর অপর নাম একাকীত্ব।


(স্যাচুরেশন পয়েন্ট)
একদিকে
ধোঁয়া ওঠা ভাতের চূড়ো ভেঙে সোনা মুগের ডাল
সাথে ঝুরি আলুভাজা,ফালি করা বেগুন ভাজা
আর একদিকে
ফ্রায়েড রাইস সাথে চিলি-চিকেন
দুজনেই একমনে খাচ্ছে আর ঢেকুর তুলছে
ওদিকে
ফুটপাতে ভিক্ষায় পাওয়া চা-বিস্কুট খেয়ে
ঢেকুর না তুলেই ভিখারি বসে আছে।
তিনজনেই উন্নয়নশীল দেশের লোক
দেশের বিজ্ঞজনেরা রিসার্চ করছেন
খিদে মেটানোর স্যাচুরেশন পয়েন্ট।


(৩০০০ সালের কবিতা)
'নতুন করে কিছুই লেখার নেই
সবকিছুই লেখা হয়ে গেছে'
আমরা লিখছি শুধু সমসাময়িক অভিঘাতে;
যেদিন
সমস্ত সৈনিক অস্ত্র ফেলে দেবে
সমস্ত নিন্দুক কুত্সা ভুলে যাবে
সমস্ত ধর্ম এক হয়ে যাবে
সমস্ত মানুষ নামে নয় সংখ্যায় পরিচিতি পাবে
জেনো
সেইদিনই পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা লেখা হবে...