খড়ের চালে লাউ-বাগানে টুনটুনি-বুলবুলি রা খেলা করছে
চাষা মাঠে গেছে,এবার ভাল ফসল হয়েছে
সন্ধ্যানাগাদ মাঠ থেকে ফিরে হাত-পা ধুয়ে
পেটপুর্তি পান্তা-ভাত খলুই মাছভাজা দিয়ে খেয়ে
শুতে চলে গেল
শতরঞ্জি বিছিয়ে হারিকেন বাতি নিভু-নিভু করে দিয়ে
চাষীনি কে কাছে ডাকল শরীরচাষ করবে বলে
চাষীনি আঁতকে উঠে বলল ঢের হয়েছে বাপু
ঘরের ফসল বাড়তে থাকলে মাঠের ফসলে কুলোবে না গো
চাষা মুখ গোমড়া করে ঘুমিয়ে পড়ল
ঘুমের মধ্যে বিড়বিড় করছে
গায়ে-গতরে খেটে খাওয়া মানুষের
খাওয়া আর শোওয়া ছাড়া আমোদ-প্রমোদ এর আর কিই বা আছে বলুন বাবুমশাই...