('ফাইভষ্টার' ছোট-বড় সবার কাম্য/ কবিতায় নিবেদন করে হই ধন্য)


(১)
কি গানে কি কবিতায়
তিনি আমাদের সমগ্র সত্তায়
মুগ্ধ শ্রোতা আর মগ্ন পাঠক
দেখছেন-স্মিতহাস্যে রবীন্দ্রনাথ
ক্যালেন্ডারের পাতায় পাতায়।
(২)
শব্দগুলো যেন 'কাস্তে হাতুড়ি তারা'
পরাধীনতার আক্রোশে জনতা পাগলপারা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
তোমাকে হারিয়ে
বিপ্লবী বাঙালি আজ পুরোধা''হারা।
(৩)
'স্বাধীনতা শব্দটা আজ আমাদের হোলো'
বোলো--বাংলাদেশ কি জয়
কলমে সাজিয়েছেন কবি নির্মলেন্দু গুণ
বাস্তবে রূপায়িত করেছেন যার 'জুনুন'
বীর বাঙালির বিশ্বতালিকায় সেরা শেখ মুজিব
বাঙালির মননে চিরস্মরণীয় থাকুন।  
(৪)
'শব্দগুলো গৌণ সুরটাই প্রধান'
নহবত এর রোশনাই এ
সানাই বাজিয়ে আমন্ত্রন জানাচ্ছেন
সবার প্রিয় জনাব বিসমিল্লাহ খান
                                         (৫)
পড়েছি তোমার--'নিষিদ্ধ সম্পাদকীয়'
জেনেছি খোলা পাতার গোপণীয়
আদরণীয় কবি হেলাল হাফিজ
তুমি বাঙালির চিরসুপ্রিয়।






বিশেষ-পুনর্গঠন