(সখের কবিরা খুব কম মা লক্ষীর কৃপাধন্য। কিন্তু নিশ্চিত রূপে মা সরস্বতীর স্নেহধন্য--বসন্ত পঞ্চমীর শুভদিনে এই কবিতা আমার একটা কবিতার পরিমার্জিত সংস্করণ আসরের সব কবিবন্ধুকে উৎসর্গ করলাম............)


পিতৃকুল খুব গরীব
                     মাতৃকুল তথৈবচ!
না মা লক্ষীর কৃপাধন্য,
না আছি
বিশেষ কোনো খ্যাতির আঙিনায়।
হে মা সরস্বতী!
শুধু তোমারই কৃপায় মাগো
               কিছু অক্ষর পরিচয়।
তুমি আছো বলেই মাগো--
প্রত্যহই উৎসব, অষ্টপ্রহর আনন্দ
   ত্যাগ করেছি মান-অভিমান।
ছেঁড়া আঁচল বিছিয়ে অপেক্ষায়,
এসো মা--বসো পিঁড়িতে
         এই গরীবের দাওয়ায়।
করতলে দুটি ফুল--জুঁই,চামেলি
দেবো প্রাঞ্জলি,
        তোমার শ্বেতশুভ্র পা'য়।
শুধু এইটুকু আশীর্বাদ চাই,
আমরণ যেন থাকতে পারি
         তোমারই স্নেহছায়ায়!