একটা সুস্থ-সুন্দর কবিতা
সম্পাদকের ধারালো কলমে
খন্ডিত হয়ে প্রতিবন্ধী হয়;
কবি জানেন
যে সম্পাদক বসে থাকেন অহমিকার চূড়ায়
সে কখনোই কবি নয়
চারিদিকে প্রতিবন্ধী কবিতার
প্রতিবাদী শব্দের মিছিল
আর আর্ত চিত্কার
অযোগ্য অ-কবি সম্পাদক হায় হায়...








বিশেষ-সত্য ঘটনা অবলম্বনে