তুই লিখেছিস--
চিঠি গল্প,চিঠি কবিতা,চিঠি প্রেম,চিঠি নদী,চিঠি দুঃখ
চিঠি আনন্দ...........................
হ্যারে, এত চিঠি কারা লেখে, কারাই বা পড়ে
       আর পৌঁছায় কোন ডাকহরকরা?
তুই বললি মৃদু হেসে--
      চিঠি লেখা হয় অবসরে,
পড়ে তারা যাদের দিল আবেগে ভরা
    আর পৌঁছায় অমল ডাকহরকরা।
ভালোবাসার চিঠি আসতেই
            বুকের আঁকাবাকা রেখাটা
                      আরো চঞ্চল হয়।
অনেকদিন পরে দয়িত আসছে ঘরে
এই আনন্দচিঠি,
মিঠে রোদ্দুরের মত আসে দোরগোড়ায়।
কুমারীবেলার চিঠির অক্ষরগুলো
                           লজ্জাঘ্রাণ ছড়ায়।
সদ্যবিবাহিত'র চিঠিগুলো
                         ভারি কামগন্ধময়।
মাঝেমধ্যে এক-আধটা চিঠি
              ভুলে অন্য দুয়ারে পৌঁছায়,
ধুলো মেখে পড়ে থাকে
                               অবহেলায়।
জীবনকে কাছথেকে,দুরথেকে,
                       ঘুরেফিরে
  চিঠি দেখে কালির আঁচড়ে।
এই যন্ত্রচিঠির যুগে,
যারা আজো চিঠি লেখেন হাতে
আমি তাদের গা ঘেঁষে দাঁড়াই,
সমস্বরে বলি--
যে চিঠি জীবনকে বেঁধে রাখে
তাকে আদর- আহ্বাণ..........


কৃতজ্ঞতাঃ বন্ধুকবি নন্দিতা বন্দোপাধ্যায়ে'র 'চমৎকার চিঠির' সৌজন্যের ছায়ায়.................।