(আজকের দিনে মাকে হারিয়েছি--মাতৃহারা সব সন্তান যেন সর্বহারা--পৃথিবীর সব মায়ের প্রতি এই সামান্য নিবেদন)


  দুধ খাবো না!চকোলেট দাও!
অ-আ লিখবো না,
আগে কোলে নাও!
শিশু আমি'র হম্বিতম্বি
   মা চকোলেট দিলো আর কোলেও তুলে নিল।


     আজেবাজে জলখাবার বানাও কেন?
        চাউমিন বানাও
    স্কুলে যাবো যদি হাতখরচা দাও!
    কিশোর আমি'র হম্বিতম্বি
  মা চাউমিন আর হাতখরচা দুটোই দিলো!
  
জামাকাপড়গুলো ময়লা হয়েছে,ধুয়ে দিও!
     আজকে কলেজ ফাংশান আছে
ফিরতে রাত হবে,দরজা ভেজিয়ে রেখো।
    যুবক আমি'র হম্বিতম্বি
    মা অনেক রাত অবধি,
     দুয়ার আগলে জেগে রইলো!


সারাটা জীবন ঘরের মধ্যেই কাটালে
       বাইরের জগতের কি জানো?
        সবসময় বকবক কোরো না
   মুখ বন্ধ রাখো
পরিণত আমি'র হম্বিতম্বি
  মা চুপ হয়ে রইলো।


   মা'র সাথে মৃদু কলহ
       স্ত্রী মুখ ভার করে জানাতেই,
        মাথা গরম হয়ে গেলো
মাকে ধমক দিয়ে বললাম
   এত বয়স হয়েছে তবুও ভগবানের ধ্যান না করে
   সংসারের খুঁটিনাটিতে নাক গলাও কেনো?
    প্রৌঢ় আমি'র হম্বিতম্বি
     মা থম মেরে গেলো।


আজ মা নেই,
আমার হম্বিতম্বি গুলো মাটিতে লুটোচ্ছে মা মা করে............







বিশেষ-পুনর্গঠ্ন