হতভাগা
প্রনব মজুমদার


চুটিয়ে মজা করবে বলে
রাতকে নিবিড় করে জড়িয়ে রাখে সক্কলে
আমি কিন্তু ভোরের প্রত্যাশায় থাকি
পৃথিবীকে আবার দেখব বলে
ধনী-দরিদ্র,লুটেরা-বদমাশ,মুর্খ ও জ্ঞানী মায় অন্ধ-জড়বুদ্ধি
সবারই একটা নিজস্ব ভোর থাকে


শুধু মৃতদের কোন ভোর নেই কোনোকালে...