বর্ষায়
পোড়ানোর থেকে ডুবিয়ে দেওয়া সহজ বলে ওঠে নদী
ঝঞ্ঝায়
হাওয়া বলে আমি ফুঃ দিয়ে সবকিছু উড়িয়ে দিতে ভালোবাসি
দহনে
আগুন বলে আমাকে ছুঁলে অবশেষে পাবে ছাই রাশি রাশি
তারপরও আবার ভোর হয়,পাখি গান গায়
সাঁঝবেলায় চাঁদ-তারার আসর বসে আকাশে


বুঝি
ঈশ্বর পৃথিবী সাজিয়েছেন 'ধ্বংস ও সৃষ্টি'র আভাসে............