(১)
শীতের শেষ
বসে আছি রোদকাননে
আমায় চুমু দিচ্ছে মিঠে রোদ
প্রকৃতিদেবী যেন বলছেন
গত বর্ষায় তোর ঘর ভেঙেছিলাম
এবার করে দিলাম ঋণ শোধ
বুঝলাম--


বৈপরীত্যে বেঁচে থাকাটাই আসল জীবনবোধ......


(২)
অভিমান বড়ই অভিমানী
ভাঙতে রাজী নয়
তবুও দুটো মিঠে কথা ও একটু মেদুর ছোঁয়ায দ্রবীভূত হয়
বুঝলাম--


মেঘ কি করে বৃষ্টি নামায়......