জার্নি টু ৩০২২(২)
প্রনব মজুমদার


(জার্নি টু ৩০২২(১) এর শেষ কয়েক পঙতি--
ঘুম ভেঙে গেল দেখি-পৃথিবীর বিছানায় পড়ে আছি
ভাবছি কতদিনে একটা মানুষ হয়ে উঠব
বিশ্বব্র্হ্মান্ডের আয়নায়...)


ছোটরা চেয়ারে বসে অধ্যাত্মবাদের বই পড়ছে
বড়রা মাঠে গোল্লাছুট খেলছে


মায়েরা পাড়ার চায়ের দোকানে আড্ডা দিচ্ছে
বাবা'রা ঘরে রান্নাবান্না করছে


তরুনরা উঠোনে এক্কাদোক্কা খেলছে
তরুনীরা ময়দানে কুস্তি লড়ছে


দিদিমারা টপলেস পোষাকে মডেলিং করতে যাচ্ছে
নাতনীরা কাঁথা সেলাই করছে


আর কি আশ্চর্য!
কবিরা রাস্তায় ঝাড়ু দিচ্ছে
আর ঝাড়ুদাররা কবিতা লিখছে


আসলে মানুষেরা রিসেন্টলি মঙ্গলগ্রহে শিফ্ট করেছে
বাছাইশেষে অমানুষেরা পড়ে আছে অবশেষে...




বিশেষ- এই কবিতাটা আসরের সবার সুপ্রিয় কবি সুবীর ভট্টাচার্যকে উত্সর্গীকৃত...


অতিবিশেষ-এই কবিতা এক স্যাটায়ার





(পুনর্গঠন)