জার্নি টু ৩০২২(১)
প্রনব মজুমদার


স্বপ্নের মহাকাশযানে পৌঁছে গেছি মঙ্গলগ্রহে
দরজায় দাঁড়িয়ে অ্যালেক্সা
জিজ্ঞাসা করল- আপনি কে?
বললাম-ভবতোষ চট্টোপাধ্যায়
বিশদ পরিচয়?--একনিষ্ঠ ব্রাহ্মণসন্তান,
সকাল দুপুর সন্ধ্যায় পুজোপাঠ করি, আর মুখে সদাই হরি হরি
অ্যালেক্সা চেঁচিয়ে উঠলো--নট আইডেন্টিফায়েড।
পরের জন কে একই প্রশ্ন,
তিনি বললেন--কবিরুল ইসলাম
বিশদ পরিচয়-সাচ্চা মুসলমান,পাঁচ বার নামাজ পড়ি
আমি আল্লাহ'র বান্দা সতত তাঁকেই স্মরণ করি,
অ্যালেক্সা'র একই কথা--নট আইডেন্টিফায়েড।
তার পরের জন প্রশ্নের উত্তরে জানালেন
তিনি বেঞ্জামিন গিলানি
বিশদ পরিচয়--ট্রু খ্রীষ্টান, সকাল সন্ধ্যায় চার্চে যাই
করুনাময় যীশুর আলোয় আলোকিত হই,
অ্যালেক্সা একগুয়ে,বলল--নট আইডেন্টিফায়েড।
শেষের জন কাচুমাচু হয়ে দাঁড়ালো
প্রশ্নের উত্তরে নাম বলল--ফুল্লু
বিশদ পরিচয়ে এসে বিষম খেল
অনেক ভেবেচিন্তে শুধু তিন অক্ষরের একট শব্দ বললো-মানুষ,
অ্যালেক্সা গদগদ হয়ে লাফিয়ে উঠে বলল--আইডেন্টিফায়েড;
ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম
'নো হিন্দু নো মুসলিম নো খ্রীষ্টান
এন্ট্রি অনলি ফর ইনসান'
ঘুম ভেঙ্গে গেল দেখি--পৃথিবীর বিছানায় পড়ে আছি
ভাবছি কতদিনে একটা মানুষ হয়ে উঠব
বিশ্বব্রহ্মান্ডের  আয়নায়...



















লোকজন দের নাম কাল্পনিক।
সূত্র-অ্যালেক্সা--ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
বিশেষ- ৩০২২ এ মানুষেরা মঙ্গল গ্রহে শিফ্ট করবে
          পৃথিবীতে কারা পড়ে থাকবে জানা যাবে আগামীর ব্যঞ্জনায়।