বিশাল ভারতবর্ষের এক সুন্দর প্রদেশ
সেখানে স্বাগত জানাতে বলে ' জয় শ্রীকৃষ্ণ '
এমনকি বিদায়কালেও একই উচ্চারণ।
হেসে বলি--এত কেন কৃষ্ণ কৃষ্ণ
উদার হাসির সাথে মধুমিশিয়ে
বয়োবৃদ্ধ উত্তর দেন-
একমাত্র তিনিই তারণহার
শত শত পাপে  দূষিত আমরা
বলো কে করবে উদ্ধার?
তাই সবসময় কৃষ্ণনাম ধরি
যদি সম্ভব হয়
কঠিন এই জীবননদী পারাপার।
এরপর আমাকে অবাক করে দিয়ে
বৃদ্ধ হাতজোড় করতেই
তার জীর্ন অবয়বে ভেসে উঠলো
ময়ুরপেখমশোভিত শ্রীকৃষ্ণের জলছাপ
যেন হা করে বলছেন----চেয়ে দ্যাখ
আকাশবাতাস বিশ্বচরাচর হয়ে আছে
একমেবাদ্বিতীয়ম কৃষ্ণময়।
তোরা কি চাস আমি জানি
আমি কি চাই শোন--
মৌলিকতা নয় একতা
জাতপাত ভুলে হয়ে যা বিশ্বমানবসন্তান
হয়তো বেঁচে যাবে দীন পৃথিবীর মান।
বেজে ওঠে পাঞ্চজন্য
              ধ্বনিত হয় সংকীর্তন
তন্দ্রালোকিত ভোরে
              জেগে উঠি প্রাঞ্জলি মুদ্রায়
শিরোধার্য করি কৃষ্ণনাম।।