(' কেউ ক্ষুধার্ত থাকবে না '-- ১২ ই সেপ্টেম্বর,২০১৩ তে পাস হওয়া ' জাতীয় খাদ্য সংরক্ষন তথা খাদ্য অধিকার বিল ' তাই বলে--কার্যত হবে কি? এই আশঙ্কার ব্যঞ্জনায়............)


জাতীয় সড়কের ধারে
দু চারটে রোগাভোগা লম্বাটে গাছ।
তাদের গোড়ায় পাতা,
ফালা-ফালা চটে ছাওয়া সংসার।
এইমাত্র--
এই ' আজ আছে কাল নেই ' ঘরের মালিক
অনাহারজনিত অপুষ্টিতে ভুগে মারা গেল।
ছন্নছাড়া এক পড়োশী শুধালো
'কত বয়স হয়ে ছিলো'
মৃতের আপ্তজন মুখ ভ্যাংচালো
দিনমজুরদের বয়সের হিসাব কে কবে রেখেছিলো?
রাস্তার ধারে
বাশের মাচায় বেঁধে ফেলে রাখা মৃতদেহ
সৎকারের অপেক্ষায় পড়ে রইলো।
পথচলতি মানুষজন দু চারটে সিকি-আধুলি
আর কেউ কেউ সস্তার গাঁদাফুলের মালা
মৃতদেহের উপর ছুড়ে ফেলছিলো।
ঠিক তক্ষুনি জাতীয় সড়ক ধরে
মহামান্য রাষ্ট্রপতির কনভয়
খাদ্য অধিকার বিল পাস করে
শহরের দিকে ফিরে গেল।
কাগজে কলমে নয়,সত্যিকারের দুমুঠো সাদা ভাত
কবে নিরন্নদের মুখে ওরা তুলে দেবে
হে ঈশ্বর তুমিই বল?
স্তুপাকার ফুলের নীচে পড়ে থাকা লোকটার
ছিঃ ছিঃ শরীর মুক্ত দলিত আত্মা
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলো..................