(কবিতা)
একটা চমক দেওয়া কবিতা লিখবো বলে
টেবিলে বসলাম--
কলম কালি কাগজ তৈরী
শুধু শব্দের অভাব।
অভিধান খুঁজে খুঁজে
অনেক শব্দ যোগাড় করলাম,
কিন্তু হায়! কবিতা কোথায়?
বুঝে গেলাম--
শব্দগুলো গৌণ--ভাবখানি প্রধান।
দুরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে
                     কবিতা 'অম্লান'!
                                         (অনিঃশেষ)
শেষবেলায় ভালোবাসার বারান্দায় দাঁড়িয়ে
শূন্যতা আমার মুকুট,
কবিতার বালুচর আমাকে হাতছানি দেয়
কাব্যিক মাঠ জাদু জানে
তোমার যা বলার আছে--জলদি বলো
দেখ আমার অনিঃশেষ চিন্হ  শুয়ে আছে উঠোনে............