লাভ অ্যানিভার্সারি
প্রনব মজুমদার


( আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত)


একই পাড়ার বাসিন্দা
রোজই দেখাদেখি কিন্তু বিশেষ করে যেদিন দেখলাম
মনে মনে ভাবলাম
তোর রূপমাধুরীতে আমি হতবাক
কিছু না বলতে পেরে
ঠোঁট নাড়ায় ঝরে পড়ে
তোকে পাশে পেলে জিন্দগী বিন্দাস
ভুলে যাবো বাউন্ডুলে গতকাল
বর্তমান কে কাছে টেনে বলব
কাম অন সুইটহার্ট
থাকি কাছাকাছি পাশাপাশি তিনকাল
তার পূরবীতে আমার আভাস মিশিয়ে দিলাম
আমি তার প্রণয়ে ঋণী হয়ে গেলাম
(২)
বললাম-ছেলে হিসাবে আমি নাম্বার ওয়ান
তথা 'একমেবাদ্বিতীয়ম'
বললি-মেয়ে হিসাবে তুইও নাম্বার ওয়ান
তথা 'মনিকাঞ্চনম'
মন্দ্রিত হল মৃদুস্বর
বেঁধে নাও ভালবাসার ঘর
নাম রেখ 'স্বপ্নসুন্দরম'
(৩)
প্রতিটি লাভ অ্যানিভার্সারির দিনে
আকাশ নেমে আসে ঘরে
বাতাস নাচ করে
মনের অন্তঃপুরে অবিরাম বৃষ্টি ঝরে
রান্নাঘরে কে যেন হাতা-খুন্তি নাড়ে
গিয়ে দেখি কেউ নেই
'মনিকাঞ্চনম' চলে গেছে অনিকেত প্রান্তরে
তার ছাপটুকু সারা ঘর জুড়ে খেলা করে।


বুঝি 'মায়া কোন ক্রিয়া নয় তবুও তার সাথে বসবাস চিরটাকাল'...









বিশেষ-১৯৭০ এর ৬ ই জুন আমার ও অনুলেখার প্রণয়ের সূত্রপাত সেই থেকে সুদীর্ঘ ৫০ বছর আমরা এই দিনটি পালন করেছি...