( আসরের সবাইকে দীপাবলীর শুভেচ্ছা জানাই--সবার
জীবন যেন মধুময় আর আলোকিত থাকে অনন্ত সময়)


পত্নী সন্তানসম্ভবা--মানত করলাম
          প্রথম সন্তান যেন যেন ছেলে হয়
                                            হলো।
ছেলে বড় হয়ে পড়াশোনা করে যেন ইঞ্জীনিয়র হয়
                                            হলো।
ছেলে যেন ভালো চাকরী পায়
                                           পেলো।
ছেলের যেন ভাল বিয়ে হয়
                                           হলো।
পুত্রবধু গর্ভবতী,
                       জোরদার মানত করলাম
এবারেও যেন প্রথম সন্তান ছেলে হয়
                                           হলো।
সংসারের খরচা বাড়লো
             বাড়িতে জায়গা অকুলান হলো,
অনেক ভাল ভাল কথায় বুঝিয়ে
একদিন কাকভোরে ছেলে আমাকে,
শহরের এক নম্বর বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল।
একাকী বসে ভাবছিলাম--
অলক্ষ্যে কেউ যেন বলে উঠলো
শুরুতেই তোর মানতগুলোয় গলদ ছিলো,
যদি মানত করতিস,
হে ঠাকুর-- প্রথম সন্তান যেন মেয়ে হয়.......