(১)
শ্রীকৃষ্ণ ভক্তকে বলেন,
শৈশবে করেছি মাখন চুরি।
যুবাকালে
              রাধা'র মন।
সহস্রবছর কেটে গেছে
এখনো অটুট যৌবন।
জন্মাষ্টমীতে করিস দিব্য অভিষেকে বরণ,
উৎফুল্ল হয়ে দেখি
আমার আগমনে আপ্লুত শতসহস্র জনমন।
দিলাম আশীর্বাদ,
মধুর হোক তোদের আগামী জীবন।
                              (২)
ভক্তেরা শ্রীকৃষ্ণকে বলে,
কোথায় জন্ম, কোথায় বেড়ে ওঠা
আর কোথায় রাজপাট।
কি প্রেমে কি যুদ্ধে
তুমিই মহান।
সবকিছু ক্ষমা করে
    পালন করো যত্নে
যদিও আমরা নষ্ট সন্তান।
শ্রীকৃষ্ণ জনান্তিকে,
প্রতিটি মনুষ্যশরীর আধারমাত্র
বহন করে আত্মা
যা নাকি ফুল সমান।
সামলে রাখিস
হয়ে যাবি মানুষের মত মানুষ
কৃষ্ণসমান।