🍂🥀💐🍀☘️
🌷🌷🌷🌷🌷
🌸🌸🌸🌸🌸
🌹🌹🌹🌹🌹
ওঁ শান্তি🙏🏾
(অনুলেখার মহাপ্রয়াণ)
প্রনব মজুমদার
(১)
বললাম-এই তো ২রা অক্টোবর এলে
আর ৯ই অক্টোবর চলে গেলে
তুমি অলক্ষ্য থেকে বললে
মাঝখানের ঐ সাত দিন
সাত জনম সাথে থাকার অঙ্গীকার
কি ক্ষতি এই কথা ভেবে নিলে
(২)
তার কায়া নেই তাই ছায়া নেই
তার ছোঁয়া নেই তাই শিহরণ নেই
ফুলমালায় সাজানো তার ছবিটা আছে বটে
তবে সে তো শুধু ছলনাই
(৩)
সে আমার সাথে নেই
সে আর কোথাও নেই
যেমন একসাথে আসা নাই
তেমনই একসাথে যাওয়া নেই
অনেক দেরী হয়ে গেল
এই কথাটা
               বুঝতে বুঝতে
বাকি রয়ে গেল অনেককথা
               বলতে বলতে
না-বলা কথারা মাটিতে লুটোচ্ছে 'অনু অনু' করে
(৪)
ভোরের একটা আলাদা গন্ধ আছে
সেই গন্ধের টানে লোকেরা জেগে ওঠে
আর একটা নতুন দিন যাপনে মেতে যায়
অথচ আমার প্রতিটি ভোর
'সেই যে আমার নানা রঙের দিনগুলি'
মনে করিয়ে  বেদম দুঃখ দেয়








বিশেষ-এসেছিলাম ২ রা অক্টোবর আমার প্রয়াত স্ত্রী অঁনুলেখার জন্মদিনে
          আবার এলাম ফিরে তার মহাপ্রয়াণের দিনে
          বিরক্তবোধ হলে বন্ধুরা ক্ষমা করবেন নিজগুণে