স্থান--চিড়িয়াখানার বাঘঘর!
ডোরাকাটা চামড়ায় আচ্ছাদিত
বলিষ্ঠ পাশবিক দেহ--জঙ্গলের 'মহামহিম' বাঘ
এখন অনেক কম হয়ে গেছে-----
ওদের বাঁচাতে হবে--এই রকম আবেদনে,
সামনের ভীড়কে আন্দোলিত করছিলেন
প্রসিদ্ধ প্রকৃতিবিজ্ঞানী তথা পশুপ্রেমী!
খাচার ভিতরে বুড়ো বাঘটা ভাবছিলো
মানুষগুলো সত্যিই ভালো
না হলে তার মত মানুষখেকো'র কথা
এইরকম করে ভাবে--আমেজে চোখ বুজে আসছিলো।
চিড়িয়াখানার গেটের বাইরে নালার ধারে
কঙ্কালসার একটা বুড়ো ভিখারি--
       খিদেয় কাতর হয়ে পড়ে ছিলো আর ভাবছিলো,
হে ভগবান!পরের জন্মে পশু বানিয়ে দিও
খাচায় বাঁধা থাকবো বটে--
  তবুও দু মুঠো খাবার তো জুটবে!
ক্লান্তিতে বোজা তার কাতর দুচোখ,
খোলা কানে ভেসে আসছিলো--'বাঘ বাঁচাও.........