হাতে এল কলকাতার বিখ্যাত 'দেশ' পত্রিকার বিশাল পুজোবার্ষিকী
প্রথম পর্বে দীর্ঘ কবিতা,দ্বিতীয় পর্বে মাঝারি সাইজের,তৃতীয় পর্বে ছোট্ট
কবিতা ৪ পঙতি,২ পঙতি,এমনকি ১ পঙতিতে সাজানো।
ভাবছি শুরু থেকে শেষ নাকি শেষ থেকে শুরু করবো।আমাকে চিন্তিত দেখে এক স্মার্ট ছোকরা বলল--ও দাদু,প্রথম পর্বে সব যেন ৫ দিনের টেষ্ট ম্যাচ,দেখতে দেখতে থুড়ি পড়তে পড়তে বোর হয়ে যাবেন,
দ্বিতীয় পর্বে সব যেন ওয়ান-ডে প্রায় পুরো একটা দিন এনগেজ থাকবেন।
তৃতীয় পর্ব যেন টি-২০,শুধু চৌকা-ছক্কা,হয় জিত নয় অক্কা।দ্রুতগতির যুগে এটাই সবার চাহিদা।ভাবছি যুক্তিটা ফেলনা নয় তক্ষুনি এক মেধাবী ছোকরা বলে উঠলো--ও দাদু, ওর কথায় দম নেই,শুনুন প্রথম পর্বের কবিতাগুলো অবশ্যই টেষ্ট ম্যাচের মতন কিন্তু বনেদী,কাব্যজুড়ে মুন্সিয়ানা
যারা লিখেছেন আর যারা পড়বেন তাদের 'অভিজাত' ঘরানা।
দ্বিতীয় পর্ব যেন সত্যি ওয়ান-ডে, মন্দ নয়; সংসারের নানাকাজে জড়ানো
ছা-পোষা গেরস্থরা মানিয়ে নেয়।
যারা লিখেছেন আর যারা পড়বেন তারা 'মধ্যবিত্ত'।
আর তৃতীয় পর্ব যেন টি-২০ টানটান উত্তেজনা,কমসময়ে গন্তব্যে পৌঁছুনো,নেই ব্যাপক জীবনবোধের ব্যঞ্জনা সরাসরি টু দ্য পয়েন্ট উপস্থাপনা।
যারা লিখেছেন আর যারা পড়বেন তারা 'কাব্যদুর্বৃত্ত'।
স্মার্ট ছোকরা এ যুগের আর মেধাবী ছোকরা বাঙালি মেধার প্রতিভূ
কার কথা মানি?
সাত-পাঁচ ভাবতে ভাবতে বউ কোলে নিয়ে থুড়ি বই কোলে নিয়ে ঘুমিয়ে
পড়েছি। জেগে ঊঠতেই বোধোদয়--  ভিন্ন ভিন্ন খেলায় একই খিলাড়ি,
কেউ পাতলা কেউ একটু ভারি কিন্তু নিশ্চিত কেউই নয় আনাড়ি।
আমি নির্বিরোধী পাঠক সব কবিতাই ভাগে ভাগে পড়ব আর সমস্বরে বলব--মোটা কবি,স্লিম কবি,রোগা কবি, ফরসা কবি, কালা কবি
সব কবিরই জয়...





বিশেষ-এটা একটা পজিটিভ স্যাটায়ার, স্যাটায়ার ব্যঙ্গধর্মী কিন্তু অন্তর্নিহিত সুক্ষ বার্তা বহন করে।


অতি-বিশেষ--এই কবিতার অনুপ্রেরণা এই আসরের 'ইন্দ্রনীল কবি' তথা
কবি মার্শাল ইফতেখার আহমেদ,তাই তাকেই এই কবিতা উত্সর্গ করলাম।