মুখ গোমড়া করে শুয়ে আছে পদ্মা
'কত শাসন এল আর গেল'
প্রথমে বৃটিশ ইন্ডিয়া তারপর পাকিস্থান
আমার রূপলাবণ্য অটুট আদৃত
আমার জলে পালিত ইলিশ মাছে জগত চমত্কৃত
ও মেয়ে বাংলাদেশের মসনদে বসেই
আমাকে এড়িয়ে চলে গেলি উপর দিয়ে;
শুনেই মেয়ে বলল-
'হে মাতাশ্রী'
প্রজন্মের পর প্রজন্ম
তুমি ভার বয়েছ আমাদের,সয়েছ কত আলোড়ন
তাই তো তোমার বোঝা হালকা করতেই এই আয়োজন
কত বাঁধা, কত অর্থভার সয়েও তোমাকে করেছি ভারমুক্ত;
হেসে উঠল পদ্মা, বলল-
বুঝলাম আমাকে এড়িয়ে যেতে নয়
বরং সেতুরূপে পরিয়েছিস জড়োয়ার কন্ঠহার
পেলাম আনন্দ অপার; দেখছি
চারিদিকে বাংলাদেশের সেতুস্থাপত্যকীর্তির জয়জয়কার
মেয়ে বলল--  প্রণাম নিও পদ্মা মা আমার...