মুঠোফোনের ফটো গ্যালারী
ভরে আছে
       নিউইয়র্কের দশভূজায়।
মুঠোফোনের তরঙ্গে ভেসে
প্রণাম আসে,
                 আশীর্বাদ যায়।
মুঠোফোনেই ছেলে মাকে
            জীবনচর্যা শোনায়।
মা জানে--
চিন্তা চিতা সমান,
                 তবুও চিন্তা হয়
হ্যারে খোকা থাকবি তো পাশে
                   যাবার সময়?
নাকি মুঠোফোনের তরঙ্গ জানাবে
                     শেষ বিদায়।
বছর বদলায়,
স্নেহমমতাসম্পর্ক দাঁড়িয়ে থাকে
               যান্ত্রিক সীমানায়।
' সময় আমাদের জীবন বদলায় '

' স্নেহমমতাভক্তি তো মনে
বাইরে শুধু আড়ম্বর '
ছেলে মুঠোফোনে মেসেজ পাঠায়।