নদীতীরে এসে
           বলি--ও নদী একটু থির হও,
নদী বলে হেসে
         আমি তো থির থাকতেই চাই
কিন্তু আত্মজা ঢেউ আমাকে
           টেনে নিয়ে যায় মোহনায়।
বলে-' মা তুমি থেমে গেলে
   জীবন স্তব্ধ হয়ে যাবে জগৎময়।'
মনে পড়ে যায়--
নিকোনো উঠোন, তুলসীমঞ্চ
সাজানো পুজোর ঘর,পরিপাটি রান্নাঘর
সকাল থেকে দুপুর
                       দুপুর থেকে সকাল
সংসারের টানাপোড়েনে
                     মা আমার নাজেহাল
ছড়িয়ে থাকতো সংসারময়।
বুঝে যাই--
নদীও অনেকটা মায়ের মতন
দুঃখকষ্ট, আবর্জনা-- যা কিছু দাও
বুকে নিয়ে নির্বিকার বয়ে যায়,
                       একাকী চলে যায়।
জীবন দাড়িয়ে থাকে তার  কিনারায়...