(আসরের সকল কবিবন্ধুকে নববর্ষের ফুলেল শুভেচ্ছা)


(নববর্ষের উত্সব ও ভালোবাসা)
প্রনব মজুমদার


(উত্সব)
হিন্দু-মুসলমান-শিখ-ইসাই
প্রত্যেকের উত্সব এমনটা হওয়া চাই
যাতে
প্রভুনামের সাথে মিলনসঙ্গীত বাজে  ঠোঁটে ঠোঁটে
চন্দ্রমল্লিকা ফোঁটে হাসিমুখে চারিপাশে
আলোর ফোয়ারায় প্রজাপতিরা নাচে
আর
সব কবির কবিতা নিমেষে সন্ত্রাস মোছে


(ভালোবাসা)
ভালোবাসতে হলে শীতের মতন ভালোবাসো
গায়ে গা জড়িয়ে
এক কাঁথায় শুয়ে
রাতভর না ঘুমিয়ে
কাকভোরে সূচিত হোক আগামী প্রজন্ম
যারা বলবে
সব ঋতুতেই ভালোবাসা ধন্য ধন্য