(আসরের সব কবিবন্ধুদের গুরুপূর্ণিমার শুভেচ্ছা-প্রত্যেক কবির কাছ থেকেই কিছু শেখার আছে সে হিসাবে কবিমাত্রই গুরুসমান)


সারাজীবন ধরে দূর দূর কুড়োচ্ছি
গরীব-গুর্বো বলে
দেখো একদিন ঠিক বাহ্ বাহ্ কুড়াবো
জন্মান্তর হলে
জন্মান্তর কে দেখেছে কবে?
আলো ফুরালেই
সবাই অন্ধকারে ভাসমান হবে;
স্বর্গে যাবো কি নরকে
এ কথায় নেই বিশেষত্ব
ভালো-মন্দ সব পেয়েছির দেশ এই মর্ত্যে
বেঁচে আছি তোমাদের সকলের সাহচর্যে
এতেই আমি কৃতার্থ।