প্রিয়জন অনুলেখা ৩৫
প্রনব মজুমদার
(১)
এগিয়ে আসছে ৫ই নভেম্বর
খড়দহের নতুন পল্লীর শ্রী প্রদীপ সেনগুপ্তর বাড়ি
অনুলেখা প্লাস প্রনবের বিয়ের উত্সবে থরথর
পাড়ার এক ছেলে আসবে সেজে বর
অনুলেখার হাত ধরে বাঁধবে স্বপ্নের ঘর;
(২)
অনুলেখা জানতে চাইলো
হ্যা গো সোনা
তোমার মজা লাগছে না?
বললাম
পাড়ার মেয়ে আপু
পিছু ছাড় বাপু
মনে হয় পালিয়ে যাই ব্যাঙ্গালোর
শুনেই অনুলেখার চোখ ছলছল
আর মুখখানা দুঃখে বিভোর,
হেসে বললাম আরে পাগলি
আধাটাই শুনলি,পুরোটা শোন
তোকে নিয়েই পালাব বহুদূর
সাজাবো ঘর আনন্দে ভরপুর...
(৩)
(সেইদিন অনুলেখা কে নিয়ে লেখা একটা কবিতা শুনিয়েছিলাম...)
এক বিকালে অনুলেখা কে দেখলাম
সে তাকাতেই
উচ্ছসিত হয়ে বললাম হাই সেক্সি
সে পিছন ফিরে হাঁটা দিল
মনে মনে বললাম
স্টেপ বাই স্টেপ রিয়েলি সেক্সি
আরো বললাম
'তোমাকে দেখার পর
ভাঙাচোরা রাস্তা,রংচটা দালান,
রাস্তার কোলাহল,কারখানার আওয়াজ
বেকার জীবন, এই সবকিছু সেক্সি
এমনকি আজকের বিকেলটাও
আপাদমস্তক সেক্সি--'
অনেকদিন পরে বুঝেছি
ইংরাজীতে সেক্সি শব্দ টা একটু অসভ্য শোনালেও
জাদুভাষা বাংলায় সেক্সি'র মানে
অ------------প-------------রূ------------পা
যেমন আমার অনুলেখা...





বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...