বেড়াতে বেরিয়েছি অবেলায়--সমুদ্র ভাবনায়
কাকভোরে জেগে উঠলাম----
বালুকাবেলায় পা রাখতেই
গলা জড়িয়ে শরীরে ঢলে পড়লো
                  গায়ে-পড়া হাওয়া!
আকাশে উদীয়মান টকটকে লাল সূর্য
অসম্ভব জেনেও ভাবলাম
যদি সূর্যের মত আলোকোজ্জ্বল হতাম--
রিসর্টের ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়ালাম
প্রতিবিম্ব ভয়াবহ--
কোথায় বা সেই 'চোখটানা' সৌম্যকান্তি
কোথায় বা সেই 'মনমোহন' চাউনি
কোথায় বা সেই 'দিগ্বিজয়ী' হাসি?
পড়ে আছে এক শারীরিক ঐতিহ্যের ধংসাবশেষ!
সময় তুই বড় নিষ্ঠুর-------
যা গেছে তা যাক,
মন শুধু মন অনন্ত যৌবনা থাক....................