ধীরে ধীরে স্তিমিত হলো--মানুষ কই মানুষ কই চীৎকার
গভীর রাতে পৃথিবী কেঁপে উঠলো বারংবার
কয়েক মুহূর্তেই ধ্বস্ত পৃথিবীময় আর্তনাদ হাহাকার!
ঘায়েলদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে
লন্ঠন হাতে ওরা কারা?
ঘর ঘর থেকে জামাকাপড় খাদ্যসামগ্রী
ত্রাণশিবিরে পৌঁছে দিচ্ছে ওরা কারা?
ধর্ষিতাকে হাসপাতালে পৌঁছে দিয়ে
নারকীয় অপরাধের প্রতিবাদে--
মোমবাতি মিছিলে সামিল ওরা কারা?
হঠাৎ নদীতে জোয়ার এলো,জল প্রবাহী হলো,
হাওয়া নেচে ঊঠলো, গাছপালা আন্দোলিত হলো,
ফুল লতাপাতা হেসে লুটোপুটি খেল,
পশুর তর্জনগর্জন,পাখির কূজন, কীটপতঙ এর ঝি ঝি ডাকে
ধ্বনিত হলো----ওই তো মানুষ,ওই তো মানুষ,ওই তো মানুষ!


আয় মানুষ একটু জিরো--তোকে হাতপাখায় হাওয়া করি,
দ্যাখ---প্রাচীণ বটও জানে--প্রয়োজন হলে মানুষই ঈশ্বর বনে যায়!
আয় মানুষ --তোকে গড় করি
না না গলা জড়িয়ে ধরি আর পুনরাবৃত্তি করি----
' মানুষ হয়ে জন্মেছি---মানুষ হয়েই যেন মরি '........................