জীবনযুদ্ধে আহত মানুষ আমি
কান পেতে শুনি--
পরিমিত ছন্দে শব্দের পৃথক ধ্বনি!
সমস্ত দুঃখকষ্ট--
এমনকি ঢেউ এর উচ্ছাস ভুলে
            দু চার ছত্র লিখে ফেলি,
বন্ধুরা বাহ্ বাহ্ বলে---
সমঝদার পাঠক মুখ টিপে হাসে জানি!
কি করে বোঝাই বলো তাদেরকে--
যন্ত্রণাদগ্ধ এই জীবনে---
প্রত্যেকটা কবিতাই এক পশলা বৃষ্টি এনে দেয়.......