আজ গরীবের জন্মদিন----
মেয়ে ম্যাঙ্গো আইসক্রীম খেতে চেয়েছে,
বৌ এর সবকটা শাড়ি ছিঁড়ে গেছে
মুখে বলেনি বটে--
কিন্তু আশা অন্তত একটা নতুন আটপৌরে শাড়ি,
আমি মফস্বলের কবি অর্থহীন--
মনে পড়ে আমাদের মালাবদলের দিন--
সাক্ষী ছিলো রেকর্ডের বিসমিল্লা'র সানাই,
সোহাগরাতে আশা ভোসলের মূর্ছনা
আর জয় গোস্বামীর ছন্দ ভাবনা,
আমি আকাশে ভাসছিলাম----
আমার সংগ্রহে কয়েকটা কাব্যগ্রন্থ ছাড়া কিছু নেই
তোমরাই বলো--আমি কাকেই বা কি দিই?
আজ পূর্নিমা--
সন্ধ্যায় ঘরে লাবন্যে টলটল জ্যোৎস্না এলো
বললো--আমাকে চুমু খা, আমাকে চটকে দে,
আমাকে জড়িয়ে ধর--
যেন ভেসে আসছে ক্যারলের সুরে একটা গান
আমি সব ভুলে বিভোর হয়ে গেলাম---
কাকভোরে আমার ঘুম ভাঙালো মান্য আজান!

আবার একটা সংগ্রামী দিন শুরু হলো..........