(৪/৪/১৪ তে প্রকাশিত 'সংশয়' কবিতার শেষ স্তবক)
সামনে দিগন্তে বিস্তৃত তিনটে রাস্তা--
সামনের টা 'আগামী'--
কৌতুহল আর অনিশ্চয়তার দিকে,
দ্বিতীয়টা 'পিছুটান'--ঘরের দিকে
সহজ-সুগম--সবকিছু যেমন চলছিল,
তৃতীয়টা 'হারিয়ে যাওয়া'--তোমার দিকে!


                           (দ্বিধা-দ্বন্দ্ব)
সংসারে দাঁড়িয়ে ভাবছি--কোন রাস্তায় পা দেবো?
ভয় হয়--যেন মনে না হয়
আমি সুবিধেবাদী,সুযোগসন্ধানী,চতুর এক মানুষ!
ভাবতে ভাবতে জীবন ফুরিয়ে এলো
সেই তিমিরেই রয়ে গেলাম------
দ্বিধা-দ্বন্দ্ব-ভয় জীবনকে থামিয়ে রেখে দেয়........